ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

লিয়াকত আলী লাকী করোনায় আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১৭ নভেম্বর ২০২০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

তিনি বলেন, ‘সোমবার অফিসে আসার পরই করোনা টেস্টের রিপোর্ট হাতে পান এবং জানতে পারেন রেজাল্ট পজিটিভ। এরপর সঙ্গে সঙ্গে বাসায় চলে যান। এখন তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।’

আগে থেকে লিয়াকত আলী লাকীর করোনার তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। তবে গত পরশু দিন শারীরে জ্বর অনুভব করেন। এরপর ১৫ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার নমুনা জমা দেন। বিষয়টি উল্লেখ করে হাসান মাহমুদ।

তিনি আরও বলেন, ‘এখনো করোনার তেমন উপসর্গ নেই। আর শারীরিকভাবে মোটামুটি ভালো আছেন। সবাই উনার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, লিয়াকত আলী লাকী একাধারে নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক, নাট্যকার, সংগীতশিল্পী, সুরকার, সাংস্কৃতিক সংগঠক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন ৫৮টি নাটকে, নির্দেশনা দিয়েছেন ৭৮টি। আর রচনা করেছেন ৮টি নাটক। নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে একুশে পদক লাভ করেন তিনি।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি