ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রাজধানীতে ট্রাক চাপায় অভিনেত্রী আশার মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ৫ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ট্রাকের তলে চাপা পড়ে মারা গেছেন অভিনেত্রী আশা চৌধুরী। রাজধানীর দারুস সালাম এলাকার টেকনিক্যাল মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার রাতে মিরপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে টেকনিক্যাল মোড় পার হচ্ছিলেন আশা। এ সময় ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই অভিনেত্রীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, আমরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য দারুস সালাম থানায় কথা বলার চেষ্টা করছি। আশার পরিবার চায় তাদের মেয়ের নিথর দেহ যেন কাটাছেঁড়া করা না হয়।

নাসিম আরও বলেন, ‘আশা আমাদের সংগঠনের ফরম নিয়েছে। এখনো জমা দেয়নি। যার কারণে তার সম্পর্কে খুব বেশি তথ্য নেই। আমি শুধু জানি টেকনিক্যালের ওখানে রাতে সে ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা দারুস সালাম থানার সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি