ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ভালোবাসা দিবসে বাবুর ‘বন্ধু তুমি পর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের বাইরে গায়ক হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। নিজের দরাজ কণ্ঠে গান গেয়ে ইতিমধ্যে দারুণ সুনাম অর্জন করেছেন এই তারকা। চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন, মঞ্চ সব মাধ্যমেই তিনি সমানভাবে দক্ষতার ছাপ রেখেছেন। এসব কিছুর পাশাপাশি নিয়মিত গানও করছেন এই অভিনেতা। তারই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবস উপলক্ষে একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি। 

‘বন্ধু তুমি পর’ শিরোনামের গানটি লিখেছেন নুরে আলম মামুন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী মুস্তফা। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সোহাগ ও তারিন। এটি নির্মাণ করেছেন ফিরোজ সরকার।

গানটি নিয়ে বাবু বলেন, গানটির কথা ও সুর চমৎকার হয়েছে। মিউজিক ভিডিওটিও সবার পছন্দ হবে আশা করছি। আমার অন্য গানগুলোর মতো এই গানটিও শ্রোতাদের মনে দাগ কাটবে।

এদিকে মিউজিক ভিডিওটি নিয়ে বেশ আশাবাদী মডেল সোহাগ। 

ভিডিওটি প্রকাশ হবে ই-মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি