ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঈদে হানিফ সংকেতের ‘সৎ-এর সত্য সমাচার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১১ মে ২০২১

Ekushey Television Ltd.

বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের নাটক মানেই ভিন্নতা। যেখানে থাকে গল্প ও আলাদা বৈচিত্র্য। সেই সঙ্গে সামাজিক কোন বক্তব্যও গুরুত্ব পায় তার নাটকে। প্রতি বছরের মতো এবারের ঈদেও তিনি নিয়ে এছেন নতুন নাটক। এবারের নাটকের নাম ‘সৎ-এর সত্য সমাচার’। 

কিছু মানুষের চরিত্র এমনই যে, লোভ ও লাভের নেশা তাকে ভালো হতে দেয় না। ফলে লিপ্ত হয় নানা অপকর্মে। কিন্তু ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো হওয়ার শিক্ষাও পাওয়া যায়। সৎ এবং সত্য মিলে সব খবরই সুন্দর হয়। এই বক্তব্য নিয়েই এবারের নাটকটির নামকরণ করা হয়েছে ‘সৎ-এর সত্য সমাচার’। 

এবারও যথারীতি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, তার স্ত্রী তারিন, ছোট ভাইয়ের চরিত্রে মীর সাব্বির এবং তার স্ত্রীর ভূমিকায় আছেন নাদিয়া। চেয়ারম্যানের শ্যালকের চরিত্রে সাঈদ বাবু এবং গ্রামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুভাশীষ ভৌমিক। 

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন কমল। 

ঈদের দিন রাত ৮টা ১৫ মিনিটে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে নাটকটি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি