ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সজল-সারিকার ‘গেম অফ লাইফ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০১, ১৫ জুলাই ২০২১ | আপডেট: ২১:০৮, ১৫ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

হঠাৎ কুরিয়ারে প্লাটিনামের একটি আংটি আসলো শৈলীর নামে। অথচ আবির আর শৈলীর সংসার বেশ ভালো ভাবেই চলছিলো। এর মধ্যে আংটি নিয়ে শুরু হয় সংসারে সন্দেহ-অবিশ্বাস। কিন্তু আংটি কে পাঠিয়েছে এই রহস্য কেউই জানে না।

আবির মনে করে এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছে। অপরদিকে নিরব নামে এক অন্ধ মানুষ থাকে তাদের ওপরের তলায়। সেও সমাধান করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়। এদিকে শৈলি রাগ করে তার বোনের বাসায় চলে যায়। এভাবেই ‘গেম অফ লাইফ’ নাটকের গল্প এগিয়ে যায়।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘গেম অফ লাইফ’ অনেক সুন্দর একটি গল্প। এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে ‘গেম অফ লাইফ’-এর শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’

নাটকটি প্রযোজনা করেছে জেড এস মাল্টিমিডিয়া। ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি