ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নজরুল স্মরণে নানা আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৭ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। প্রতি বছরের মতো এবারও দেশের টিভি চ্যানেলগুলো নজরুল স্মরণে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। আজ দেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে প্রামাণ্যচিত্র, সংগীতানুষ্ঠান, নাটক, আলেখ্যসহ বিভিন্ন অনুষ্ঠান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] রাত ৯টায় প্রচার হবে নজরুলের ‘আলতা স্মৃতি’ অবলম্বনে নাটক ‘আলতা রাঙা’। এর নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ অনেকে।

এটিএন বাংলায় সকাল ৯টায় প্রচার হবে ছোটদের অনুষ্ঠান ‘ঝিঙ্গেফুল’। এটি পরিচালনা করেছেন নাহিদ রহমান। সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে চ্যানেল আইর আয়োজন। বেলা ১১টা ৩০ মিনিট রয়েছে ‘সরাসরি নজরুল’। এটি প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘প্রিয়া তুমি সুখী হও’। এতে অভিনয় করেছেন ফেরদৌস, শায়লা সাবি, সোহেল রানা ও সুচরিতা। কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘অতৃপ্ত কামনা’ নিয়ে ছবিটি নির্মাণ করেছেন গীতালি হাসান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’। রাত ৮টা ৩০ মিনিটে থাকছে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিলো দখিনার বনে’। অনুষ্ঠান পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। 

এনটিভিতে সকাল ৬টা ১৫ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। এতে গাইবেন খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমিন মুশতারী, ফেরদৌস আরা ও এমএ মান্নান। সকাল ৬টা ৫৫ মিনিটে ‘নজরুলের চিঠি’ অনুষ্ঠানে অতিথি আলী যাকের, আল মনসুর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শিমুল মুস্তাফা, আহকামউল্লাহ মিঠু, চিত্রলেখা গুহ, মুনিরা ইউসুফ মেমী। সকাল ৮টা ৪৫ মিনিটে ‘ছুটির দিনের গান’ লাইভে হাজির হবেন কণ্ঠশিল্পী সুজিত মোস্তফা। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান থেকে চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। 

আরটিভিতে বিকেল ৫টা ৩০ মিনিটে থাকছে নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন। কৌশিক শংকর দাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি প্রমুখ। বৈশাখীর ‘সকালের গান’-এ গাইবেন কণ্ঠশিল্পী শাহীন সামাদ, নাশিদ কামাল, পুতুল, ইউসুফ আহমেদ খান ও প্রিয়াঙ্কা গোপ। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন ও মামুন আবদুল্লাহ।

মাছরাঙা টেলিভিশনে রাত ১০টায় থাকছে নাটক ‘কালো হরিণ চোখ’। এটি রচনা করেছেন বিষ্ণু ইয়াস। সীমান্ত সজলের পরিচালনায় এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, ড. আমিন, সান্ত্বনা সাদিকা, অধরা প্রিয়া, আয়শা, কাজী বাবুল, জুয়েল রানা, সাগর দাশ, রিয়ান মালিক রানা, সাজিদ খান প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাবো’। সরাসরি এ আয়োজনে গান শোনাবেন তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ। প্রযোজনায় স্বীকৃতি প্রসাদ বড়ূয়া।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি