ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

এবার মঞ্চে আসছে মাসুম রেজার ‘জনকের অনন্তযাত্রা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২৭ আগস্ট ২০২১

নাট্যকার মাসুম রেজার লেখা ও নির্দেশনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘জনকের অনন্তযাত্রা’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার মরদেহ যখন টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়, সেই সময়ের কিছু ঘটনা নিয়ে নাটকটি লিখেছেন তিনি। শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকটি আসছে ডিসেম্বর মঞ্চে আসবে বলে জানিয়েছেন মাসুম রেজা।

নাটকটি প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুকে দাফনের সময় ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে লেখা নাটক জনকের অনন্তযাত্রা। আমার লেখা ও নির্দেশিত এই নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজনা করছে। সম্প্রতি আমি পঁচাত্তরের সেই সময়ের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে টুঙ্গিপাড়ায় গিয়েছিলাম। যেন বই থেকে পাওয়া তথ্য আর প্রত্যক্ষদর্শীর ভাষ্য মিলিয়ে নেওয়া যায়।’

নাটকটিতে বেশ কয়েকটি নাট্যদলের নাট্যকর্মীরা অভিনয় করবেন। দীর্ঘদিন ধরে ভার্চুয়ালি নাটকটির মহড়া চলছে। 

এ প্রসঙ্গে মাসুম রেজা আরো বলেন, ‘ঢাকার বিভিন্ন নাট্যদলের অভিনেতা-অভিনেত্রীরা নাটকটিতে অভিনয় করছেন। কয়েক মাস আগে থেকেই অনলাইনে আমাদের মহড়া চলছে। তবে আগামী মাস থেকে শিল্পকলা একাডেমিতে সরাসরি মহড়া শুরু করব আমরা এবং ডিসেম্বরের মাঝামাঝিতে নাটকটির প্রদর্শনী হবে।’

উল্লেখ্য, মাসুম রেজা এর আগে ‘নিত্যপুরাণ’, ‘সুরগাঁও’ ও ‘জলবাসর’সহ বেশকিছু নাটকের নির্দেশনার পাশাপাশি অনেক নাটক লিখেছেন। যা এরইমধ্যে সফলভাবে মঞ্চায়িত ও প্রশংসিত হয়েছে। এছাড়া মঞ্চের পাশাপাশি টিভি ও সিনেমার জন্যও লিখেছেন তিনি। ‘মোল্লাবাড়ির বউ’, ‘মেঘলা আকাশ’, ‘বাপজানের বায়োস্কোপ’ উল্লেখযোগ্য। যার স্বীকৃতিস্বরূপ ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এছাড়া ২০১৬ সালে নাট্যকার হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন মাসুম রেজা।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি