ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বাপ্পি লাহিড়ী কেন কথা বলছেন না?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৯:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

বলিউড ডিস্কো ও মিউজিক জগৎ কাপানো বাপ্পি লাহিড়ী নাকী গত ৫ মাস ধরে কথা বলছেন না। ভক্ত অনুরাগীদের জল্পনা প্রিয় শিল্পী কী তার কণ্ঠস্বর হারিয়েছেন! ভক্তদের এই বিস্ময়কর  প্রশ্নের জবাব দিয়েছেন খোদ বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী। তিনি বলেন, ‘বাবা কোভিড আক্রান্ত হওয়ার পরই ডাক্তারের পরামর্শে কথা বলা বন্ধ রেখেছেন।’  

জানা যায়, গত এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই অসুস্থ রয়েছেন বাপ্পি লাহিড়ী। মরণ ভাইরাসের জন্য সংক্রমণ ছড়িয়েছিল তা  ফুসফুসেও। আর তাতেই শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। এমনকী কথা বলাও বন্ধ হয়ে যায়। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। শোনা যায়, বাপ্পি লাহিড়ী নাকি কণ্ঠস্বর হারিয়েছেন। ৫ মাস ধরে তাঁর কথা বলা বন্ধ।

ভক্তদের সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার মুখ খুললেন গায়কের ছেলে বাপ্পা লাহিড়ী। বাবা কোভিড আক্রান্ত হওয়ার পরই সুদূর আমেরিকা থেকে মুম্বাইয়ে চলে এসেছেন তিনি। তখন থেকেই বাবার পাশে পাশে রয়েছেন।

বাপ্পি লাহিড়ীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বাপ্পা জানান, “বাবার কণ্ঠস্বর নিয়ে যা রটেছে, তা একেবারেই মিথ্যে। আসলে ৫ মাস ধরে চিকিৎসকের নির্দেশেই কথা বন্ধ রেখেছেন তিনি। এখনও খুবই দুর্বল বাবা। ফুসফুসে সংক্রমণ হওয়াতেই সুস্থ হতে দেরি হচ্ছে। আশা রাখি, পুজোর আগেই বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।” 

বাপ্পা লাহিড়ি আরও জানান, দুর্গাপুজোর সময় বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তর একটা গানের রেকর্ডিংও রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি