ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

সুখী দাম্পত্যে কারিনার কাছে যে পরামর্শ পেয়েছেন রণবীর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ২১ সেপ্টেম্বর ২০২১

এক সময়ের প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন বলিউড তারকা কারিনা কাপুর ও রণবীর সিংহ। এখন  তাদের খুব একটা বন্ধুত্বও নেই। কিন্তু দাম্পত্য নিয়ে কারিনা কাপুর খানের থেকে উপদেশ পেয়েছিলেন রণবীর সিংহ। 

কারিনার রেডিও’র অনুষ্ঠানে পর্দার আলাউদ্দিন খিলজি তার কাছে জানতে চেয়েছিলেন, একজন ভাল স্বামী কী ভাবে হওয়া যায়?

উত্তরে কারিনা বলেছিলেন, ‘তুমি প্রশংসা পাওয়ার চেষ্টা করছো। গোটা ভারত জানে তুমি দীপিকাকে কতটা ভালোবাস। তোমার কোনও পরামর্শ দরকার নেই। সবাই দেখতে পায় দীপিকার প্রতি তোমার ভালোবাসা।’

তবে রণবীরের প্রশংসা করেও তাকে একটি পরামর্শ দিয়েছিলেন কারিনা। তিনি বলেছিলেন, ‘আমি তোমাকে একটাই পরামর্শ দেব এবং সেটা খুব কার্যকরী। একে অপরকে একা থাকার সময় দেবে। তা হলেই দেখবে সব ঠিক আছে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি