ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

নতুন বছরে আবার ‘ফেলুদা’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

টোটা রায় চৌধুরীর আবেদন কি গ্রহণ করছেন সৃজিত মুখোপাধ্যায়? দিন কয়েক আগেই টুইটে একুশের ‘ফেলুদা’ আবদার করেছিলেন, খুব তাড়াতাড়ি ফেলুদাকে নিয়ে তৃতীয় সিরিজ শুরু করুন পরিচালক। নইলে, মুম্বাই তাকে অপহরণ করে নিলে তৃতীয় বার ফেলুদা সাজার সুযোগ হারাবেন অভিনেতা! 

শুক্রবার টোটা, সৃজিত, প্রযোজক মহেন্দ্র সোনি এবং হইচই ওয়েব প্ল্যাটফর্মের মিলিত টুইট, ইনস্টাগ্রাম বলছে, ২০২২-এ সেই সুযোগ আসছে। এসভিএফের ওয়েব প্ল্যাটফর্মে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের হাত ধরে এক বিখ্যাত গোয়েন্দা পা রাখতে চলেছেন। আর সৃজিত মানেই যে ফেলুদা, সে তো বলাই বাহুল্য! কথায় কথায় টোটা এও ফাঁস করে ফেলেছেন, ‘জন্মদিনের আগে সৃজিতের কাছে আবদার রেখেছিলাম। গ্রহন করলে বুঝব, উপহারের থেকেও পাল্টা উপহার বেশি দামি হয়ে গেল! আমার সারা জীবনের পরিশ্রম সার্থক।’

সে কথা স্পষ্ট টোটার শেয়ার করা টুইট দেখে। সেই টুইটে রি-টুইট করেছেন সৃজিত। যদিও ছোট পর্দার ‘রোহিত সেন’ স্বীকার-অস্বীকার কোনটাই করেননি। জানিয়েছেন, এ সবের আগে ২৫ ডিসেম্বরে ‘আড্ডা টাইমস’-এ মুক্তি পাবে ‘ফেলুদা ফেরত’-এর দ্বিতীয় সিরিজ ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। টোটার দাবি, ‘‘এই সিরিজে আমরা বড় ঝুঁকি নিয়েছি। এর আগের সিরিজে সবাই সনাতনী ফেলুদাকে দেখেছেন। নতুন সিরিজে ফেলুদা অনেকটাই বাহ্যিক দিক থেকে আধুনিক।’’ অভিনেতার কথায়, ২০১৫-র ভূমিকম্পের পর নেপাল-সহ কাঠমান্ডু আমূল বদলে গিয়েছে। সিরিজে সেই নতুন কাঠমান্ডু উঠে আসার পাশাপাশি ফেলুদা এবং তার সহকারী-সহ সবাইকে দেখা যাবে আধুনিক পোশাকে। কিন্তু সংলাপ সত্যজিৎ রায়ের। নব্য ‘ফেলুদা’র মতে, কিংবদন্তি লেখক যা লিখে গিয়েছেন তার উপরে কলম চালানোর সাহস কারওই নেই।

পাশাপাশি টোটা এও জানিয়েছেন, হইচই প্ল্যাটফর্মে ফেলুদা এলে এবং তিনি অভিনয় করলে চাইবেন ‘দার্জিলিং জমজমাট’, ‘হত্যাপুরী’ যেন সিরিজে জায়গা পায়। এর কারণও জানিয়েছেন তিনি। টোটার যুক্তি, ‘‘দার্জিলিং জমজমাট’-এ ফিল্মের মধ্যে ফিল্ম থাকার অনুভূতি পাব। গল্প অনুযায়ী ওখানেও একটি ছবির শ্যুটের কথা বলা হয়েছে। সেটা সিরিজ হলে ফিল্মের মধ্যে ফিল্মের স্বাদ থাকবে। তা ছাড়া, শ্যুটিং, দার্জিলিং আর ফেলুদা এক ছাদের নীচে থাকলে বাঙালি আর কোনও দিকে চোখ ফেরাবে না। একই ভাবে ‘হত্যাপুরী’ গল্পটিও আমার খুব পছন্দের।’ 

দুই সহকারী তোপসে আর জটায়ু হিসেবে কল্পন মিত্র আর অনির্বাণ চক্রবর্তীকেই পছন্দ তার। জানিয়েছেন, মাত্র দুটি সিরিজ করে যে ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটা আগামী দিনে অটুট থাকলে অভিনয়ে তার ছাপ পড়তে বাধ্য।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এমএম/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি