ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

ফ্লাইং কিক নিয়ে হাজির ‘টাইগার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৪:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

শরীর চর্চার ব্যাপারে বরাবরই সচেতন বলিউড স্টার টাইগার শ্রফ। সম্প্রতি খোলা মাঠে 'হিরোপান্তি-২' সিনেমার স্টান্ট চর্চার সময়, ফ্লাইং কিক এর একটি ভিডিও শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

ভিডিওতে ৩০ বছরের এই তারকাকে দেখা যায় কালো রঙের হাফ প্যান্ট পরা অবস্থায় একটি বোতলে ফ্লাইং কিক করতে। আর বোতলটি ধরে রেখেছেন প্রশিক্ষক। 

অভিনয় দক্ষতার পাশাপাশি মারামারির দৃশ্যে বরাবরই অন্যদের থেকে আলাদা মার্শাল আর্টিস্ট টাইগার। 

শরীর চর্চার ব্যপারেও খুব সচেতন তিনি, প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যায়ামের ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। 

এবারেও ভিডিও শেয়ার করে তিনি বললেন, নতুন সিনেমা 'হিরোপান্তি-২' এর একটি মারামারির দৃশ্যের জন্যই ফ্লাইং কিকের অনুশীলন করছেন তিনি। 

সিনেমাটি পরিচালনা করেছেন আহমেদ খান এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এখানে  টাইগারের সহ-শিল্পী হিসেবে থাকছেন তারা সুতারিও।

'হিরোপান্তি-২' সিনেমার মুক্তির তারিখও শেয়ার করেছেন মার্শাল আর্টিস্ট টাইগার। জানান, ২০২২ সালের ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

এদিকে একই দিনে মুক্তি পাবে অজয় দেবগনের সিনেমা 'মে ডে'। 

এতে দুটি সিনেমা বক্স অফিসে মুখোমুখি হয়ে যাবে বলে ধারণা করছেন অনেকে। 
এমএম/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি