ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

মিমির হাত ধরে রুদ্রজিতের ডেবিউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৫:০৭, ১ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বড়পর্দায় ডেবিউ, তাও মিমি চক্রবর্তীর বিপরীতে! এ যেন সৌভাগ্য রুদ্রজিতের। মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি 'মিনি'র মধ্যদিয়ে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন রুদ্রজিৎ।

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নতুন এই সিনেমার শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় 'মিনি'র চিত্রনাট্য নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন রুদ্রজিৎ। 

কেমন ছিল প্রথমদিন শ্যুটিংয়ের অভিজ্ঞতা? এই প্রশ্নের জবাবে উচ্ছসিত রুদ্রজিৎ বলেছেন, "এতদিন ছোটপর্দায় কাজ করেছি। বড়পর্দায় আমার প্রথম ছবি, প্রথম শট। কিন্তু বেশি ভাবলে ফ্লোরে নার্ভাস হয়ে পড়ব। তাই শট নিয়ে ভাবিনি। বরং শটে দেয়ার আগে ক্যান্ডি ক্রাশ খেলেছি মোবাইলে।"

এছাড়া সিনেমার পরিচালক মৈনাক ভৌমিকের সম্পর্কে রুদ্রজিৎ বলেন, "উনি একজন ভালো পরিচালক, তার চেয়েও বেশি একজন ভালো মানুষ। প্রথমদিন কাজ করেই একটা সহজ ব্যাপার তৈরি হয়ে গিয়েছে।"

প্রথম ছবিতে সুযোগ পেয়েই টালিউডের প্রথম সারির নায়িকার বিপরীতে কাজ! রুদ্রজিতের চরিত্রটা ঠিক কেমন? উত্তরে অভিনেতা বলেন, "ছবিতে মিমির বিপরীতে আমার চরিত্রের নাম রণ। মিমি প্রচণ্ড অভিজ্ঞ একজন অভিনেত্রী, তাই আমার কোনও সমস্যাই হয়নি।"

পুরো সিনেমার শ্যুটিং এ আরও কী কী অভিজ্ঞতা হয় তার অপেক্ষাতেই আছেন বলে জানালেন রুদ্রজীৎ। 

সম্প্রতি আইনি বিয়ে সেরে রুদ্রজিতের সঙ্গে ঘর বেঁধেছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। রুদ্রজিতের এই সাফল্যে কতটা খুশি তিনি? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "প্রমিতা ভীষণ খুশি। আমার মা ও। তবে বাবাকে খুব মিস করছি।"

রুদ্রজীতের বাবার ভীষণ ইচ্ছা ছিল ছেলেকে বড় পর্দায় দেখার। বাস্তবে সেটিই হল কিন্তু দেখে যেতে পারলেন না তিনি। এবছর বাবাকে হারিয়েছেন রুদ্রজীৎ

সূত্র: এবিপি আনন্দ
এমএম//এসবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি