ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

হাঁটুর বয়সীদের সাথে নেচে তাক লাগিয়ে দিলেন লিলি চক্রবর্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৬, ৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৭:০৭, ৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বয়স তো শুধুই একটা সংখ্যা মাত্র। মন যদি তরুণ থাকে তো বয়স কোনো ব্যাপারই নয়। এটাই যেন আরও একবার বুঝিয়ে দিলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। হাঁটুর বয়সী সহকর্মীদের সঙ্গে নাচলেন আইটেম গানে!

সদ্য মুক্তি পেয়েছে সংগীত পরিচালক সমিধ মুখোপাধ্যায় ও গীতিকার জয়জিৎ বন্দ্য়োপাধ্যায়ের ভিডিও অ্যালবাম ‘লিলি ডোন্ট বি সিলি’ । আর এই আইটেম গানেই নাচতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তীকে। 

এ নিয়ে লিলি চক্রবর্তী বলেন, "প্রথমে অফারটা শুনে খুবই অবাক হয়েছিলাম। তবে সমিধ, জয়জিৎ, উর্বি ও এনা আমাকে রাজি করাল। ওদের কথা ফেলতে পারলাম না। আর সত্যি বলতে এ যুগের ছেলেমেয়েদের সঙ্গে কাজ করতে ভালোই লাগে আমার। নিজেকেও ওদের বয়সের মনে হয়।"

ইতিমধ্য়েই ‘লিলি ডোন্ট বি সিলি’র ভিডিওটি দেখেছেন এক লাখ দর্শক। শেয়ারের সংখ্যাও প্রচুর। এই গানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও।

শুধুই ভিডিও অ্যালবাম নয়, লিলি চক্রবর্তীর হাতে এখন বহু সিনেমার কাজ। দেব ও রুক্মিণীর সঙ্গে ‘কিশমিশ’ ছবিতে দেখা যাবে তাকে। বনি ও কৌশানির সঙ্গে দেখা যাবে ‘ছুটি’ ছবিতে। 

সূত্র: সংবাদ প্রতিদিন

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি