ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

‘দিন-দ্য ডে’ মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

অবশেষে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অনন্ত জলিলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দিন- দ্য ডে’। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।

এ নিয়ে অনন্ত জলিল বলেন, “সিনেমাটি শেষ করতে আমাদের দুই বছর সময় লেগেছে এবং আমি সত্যিই এটি মধ্যপ্রাচ্যে বাংলাদেশী দর্শকদের জন্য মুক্তি করতে চাই। আমি সত্যিই আমার সেরাটা দিয়েছি যা মানুষ সিনেমা হলগুলোতে স্পষ্টভাবে দেখতে পাবে।”

অনন্ত জলিল এই সিনেমাতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই করেন।

‘দিন-দ্য ডে’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা। এটি প্রযোজনা করেছেন ইরানি চলচ্চিত্র পরিচালক মর্তেজা আতাশজামজাম। অনন্ত জলিল এবং বর্ষার পাশাপাশি এই সিনেমাতে আরও অভিনয় করেছেন ইরান এবং লেবাননের অভিনয় শিল্পীরা। 
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি