ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

নাট্যব্যক্তিত্ব কায়েস চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে মারা যান তিনি। 

খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

তিনি জানান, কায়েস চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পকলা একাডেমিতে রাখা হবে কায়েস চৌধুরীর মরদেহ।

বাদ জুম্মা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি