ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

ওয়েব ফিল্ম নিয়ে আসছেন মনজু আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ৬ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব মনজু আহমেদ এবার ‌নির্মাণ করতে যাচ্ছেন ‘ওয়েব সিনেমা’। ইত্যেমধ্যে সাংবাদিক, উপস্থাপক ও নির্মাতা হিসেবে সুনাম কুড়িয়েছেন। এই তিনটি পেশায় তিনি সমানতালে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। সম্প্রতি উপস্থাপনা-নির্মাণে বেশ ব্যস্ত সময় পার করছেন এই তরুণ নির্মাতা। 

জানা গেছে, উদ্যমী মনজু বর্তমানে নিয়মিত উপস্থাপনা করছেন জনপ্রিয় টক শো 'আড্ডা উইথ মনজু'। তার শোতে- দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি হাজির হয়েছেন সময়ের আলোচিত সংগীত শিল্পী ও অভিনেতা-অভিনেত্রীরা।

তাদের মধ্যে রয়েছেন- প্রয়াত আইয়ুব বাচ্চু, হামিন আহমেদ, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, হাসান, আগুন, সামিনা চৌধুরী, অপু বিশ্বাস, জয়া আহসান, ভাবনা, রুমানা রশিদ ঈশিতা, ইলোরা গহর, চয়নিকা চৌধুরী প্রমুখ।

এদিকে, নির্মাণেও সমান তালে দ্রুতি ছড়াচ্ছেন মনজু আহমেদ। এরই মধ্যে নির্মাণ করেছেন শতাধিক মিউজিক ভিডিও। খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি তিনি তরুণদের নিয়ে কাজ করছেন তিনি। তাদের মধ্যে রয়েছেন- দিলরুবা খান, ফাহমিদা নবী, আইয়ুব বাচ্চু, সামিনা চৌধুরী, রুমানা রুশিদ ঈশিতা’ শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, আগুন, শফি মন্ডল প্রমুখ গায়ক-গায়িকার মিউজিক ভিডিও।

জয়া আহসান এবং সাদিয়া ইসলাম মৌকে নিয়ে একমাত্র টিভি বিজ্ঞাপনটিও তার বানানো। এছাড়া চারটি স্বল্পদৈর্ঘ্য ও তিনটি ‘ওয়েব সিনেমা’ নির্মাণের ঘোষণা দিয়েছেন মনজু আহমেদ। তিনি জানান, চলতি নভেম্বরেই কয়েকটি টিভিসি-ওভিসি’র পাশাপাশি ৬ থেকে ৭টি মিউজিক ভিডিও নির্মাণ করবেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি