ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট এবারও হচ্ছে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ১৬ নভেম্বর ২০২১

করোনাভাইরাসের কারণে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’র ষষ্ঠ আসর এবারও হচ্ছে না। আয়োজনটি এ বছরও স্থগিত করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের সিওও (চিফ অপারেটিং অফিসার) অজয় কুমার কুণ্ডু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। এটা তো শুধু আমাদের ওপর নির্ভর করে না, অন্য অনেক বিষয় থাকে। এই বছর ফোক ফেস্ট হচ্ছে না, এটা নিশ্চিত।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরও বসেনি ফোক ফেস্টের আসর। 

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথম বারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর আয়োজন করা হয়। এ আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি