ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

হাসপাতালে ভ‌র্তি ড‌লি জহুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বরেণ্য অভিনয়‌ শিল্পী ড‌লি জহুর‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় তা‌কে।

অভিনয়‌ শিল্পী সং‌ঘের সাধারণ সম্পাদক রওনক হাসান এ তথ্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, “আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সব‌কিছু বোঝা যাবে। আপনারা সবাই দোয়া করবেন।”

হাসপাতা‌লের বিছানায় ধারণ করা এক‌টি ভি‌ডিও ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন রওনক হাসান। তা‌তে নি‌জের শারী‌রিক অবস্থার কথা জা‌নি‌য়ে ড‌লি জহুর ব‌লেন, “আমার তেমন কিছু হয়‌নি, অল্প ঠান্ডা লে‌গে‌ছে। দ্রুত সুস্থ হ‌য়ে উঠ‌বো।”

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর গত জানুয়ারি মা‌সে ঢাকায় ফিরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস ক‌রেন। বিশ্বব্যাপী করোনা সংকট শুরু হওয়ার আগে তিনি চলে গিয়েছিলেন ছেলের কাছে। সেখা‌নে পুত্র-পুত্রবধূ এবং না‌তি-নাত‌নির স‌ঙ্গে দারুণ সময় কাটান এই অভি‌নেত্রী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি