ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বক্স অফিসে হিট ‘৭৭৭ চার্লি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

কর্ণাটক বক্স অফিসে হিট করেছে ‘৭৭৭ চার্লি’ নামের সিনেমা। এতে নায়ক কন্নড় অভিনেতা রক্ষিত শেঠি। বক্স অফিসে দারুণ ব্যবসা করছে সিনেমাটি।

ফিল্মিবিট ডটকমের খবর, সিনেমাটি দর্শকমনে দারুণ আলোড়ন তুলেছে। মূল ধারার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছে একটি কুকুর। কুকুর ও রক্ষিত উভয়ের অভিনয় প্রশংসা পেয়েছে। চিত্রনাট্য, আবেগ আর পরিচালনা, সবকিছু যেন মুগ্ধতা ছড়িয়েছে।

১০ জুন মুক্তি পায় রক্ষিত শেঠির ‘৭৭৭ চার্লি’। ২৫ দিনে এ সিনেমা শুধু কর্ণাটক বক্স অফিসে সংগ্রহ করে ৬৮ কোটি রুপি।

সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে রক্ষিত শেঠি স্বয়ং জানিয়েছেন, ২৫ দিনে বিশ্বব্যাপী তাঁর সিনেমা সংগ্রহ করেছে ১৫০ কোটি রুপি। এ সিনেমার প্রযোজকও তিনি।

সিনেমাটিতে রক্ষিত শেঠি ছাড়াও অভিনয় করেছেন সংগীতা শ্রীঙ্গেরি, রাজ বি শেঠি, দানিশ সৈত, ববি সিমহা প্রমুখ।

‘৭৭৭ চার্লি’র চিত্রনাট্য লিখেছেন কিরণরাজ কে, সংলাপ লিখেছেন রাজ বি শেঠি ও অভিজিৎ মহেশ। গানের সুর করেছেন নবীন পাল। সিনেমাটোগ্রাফ অরবিন্দ কাশ্যপের। সিনেমাটি প্রযোজনা করেছেন রক্ষিত শেঠি ও জিএস গুপ্ত।

কন্নড়, তেলেগু, তামিল, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পায় ‘৭৭৭ চার্লি’। আগামী ২৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ভূতে প্রিমিয়ার হবে এ সিনেমা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি