ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

প্রকাশ হল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’র টিজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘ওপেনহাইমার’র অফিশিয়াল টিজার প্রকাশ হয়েছে।

গত সপ্তাহে টিজারটি প্রথম যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে জর্ডান পিলের সিনেমা ‘নোপ’-এ প্রদর্শনীর সময় প্রকাশ করা হয়।

পরে বুধবার বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স এবার  সিনেমাটির টিজার ইউটিউব ও টুইটারসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে আপলোড করেছে। টিজারটি ‘লাইভ’ সম্প্রচারের আদলে ‘লুপ’ করা রয়েছে।

সিনেমার প্রধান চরিত্র ‘আনবিক বোমার জনক’ পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করছেন সিনেমাটির নির্মাতা ক্রিস্টোফার নোলানের দীর্ঘদিনের সহযোগী কিলিয়ান মারফি।

সিনেমাটিতে যেন তারকার মেলা বসিয়েছেন ক্রিস্টোফার নোলান। 

কিলিয়ান মারফি ছাড়াও  সিনেমাটিতে আরও অভিনয় করেছেন, এমিলি ব্ল্যান্ট, রবার্ট ডউনি জুনিয়র, ম্যাট ডেমন, ফ্লোরেনস পিউ, রামি মালেক, বেনি সাফদি, জশ হারনেট, ডেইন ডিহান, জ্যাক কুয়েইড, ম্যাথিউ মডিন, আলডেন এরেনরাইক, ডেভিড ক্রামহোলটজ, মাইকেল অ্যাংগারানো ও কেনেথ ব্রেনাহ।

২০২৩ সালের ২১ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি