ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দুর্ঘটনার আসল রহস্য ও বর্তমান অবস্থা জানালেন রনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ১০ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:৩৯, ১০ অক্টোবর ২০২২

এক হাতে ডিপ বার্ন থাকলেও মানসিকভাবে সুস্থতা অনুভব করছেন কৌতুক শিল্পী আবু হেনা রনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

এ সময় আবু হেনা রনি বলেন, “আমার মানসিক শক্তি বলছে আমি আগের জীবনে ফিরে এসেছি। দুর্ঘটনার ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি ব্যথায় মারা যাব বা মারা গেলেই ভালো। ওই কষ্টটা আসলে নেওয়ার মত না। যাদের না পুড়েছে তারা এই ফিল বুঝতেই পারবে না পোড়ার কষ্টটা কতটুকু।”

তিনি আরও বলেন, “আমি ওই সময় যদি চলেও যেতাম বা আমার হাত বাদ যেতো তবুও আমার মনে হতো আমি শান্তি পেতাম। কষ্টটা এরকম ছিল। সেই জায়গা থেকে এখন ভাল আছি। সেই ভাল লাগা আসলে আমার ভেতরটাই জানে কেমন লাগছে।”

গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে আবু হেনা রনির শ্বাসনালি পুড়ে যায়। এরপর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে।

সেই সময় চিকিৎসকরা জানান, রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

ডিএমপির সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, মঞ্চের পূর্ব পাশে ওড়ানোর জন্য কিছু গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেশ কয়েকবার চেষ্টা করার পরও সেগুলো ওড়াতে ব্যর্থ হন। কোনো ত্রুটির কারণে হয়তো বেলুনগুলো তিনি ওড়াতে পারেননি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের মূল মঞ্চের দিকে চলে যান।

এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সবগুলো বেলুন বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আহতরা নিচে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি