ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মাসুম আজিজের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ১৮ অক্টোবর ২০২২

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার ও নির্মাতা মাসুম আজিজের মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে তাঁর মরদেহ নেওয়া হলে সেখানে সব বয়সী মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নিজ জন্মস্থান পাবনার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হওয়ার কথা রয়েছে এই গুণী শিল্পীর।

চলতি বছরের শুরুর দিকে মাসুম আজিজের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে তার চিকিৎসা চলে। এরপর কেমোথেরাপি ও রেডিও থেরাপি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সপ্তাহে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সোমবার (১৭ অক্টোবর) চিকিৎসার অবনতি ঘটেলে বেলা ২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি