ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ছিঁড়ে ফেলল পোস্টার, ‘পাঠান’- প্রচার ঘিরে তাণ্ডব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৯:০৫, ৫ জানুয়ারি ২০২৩

চরম বিতর্কের মুখে পড়েছে শাহরুখ খানের ‘পাঠান’। বেশরম রং -গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এ বিতর্ক দানা বাঁধে। গানে গেরুয়া বিকিনি পরেছেন নায়িকা দীপিকা পাডুকোন। আর তাতেই নাকি ক্ষুণ্ণ হয়েছে হিন্দুত্ববাদীদের ভাবাবেগ। 

এমনকী ‘পাঠান’ ছবিকে অশ্লীল বলেই দাগিয়ে দিয়েছেন দেশের একাংশের হিন্দুত্ববাদী সংগঠন। এখানেই শেষ নয়, দাবি ওঠে কিং খানের এই ছবি বয়কটের। এবার গুজরাতে বজরং দলের রোষের মুখে পাঠান। যদিও পাঠান মুক্তি পেতে চলেছে ২৫ জানুয়ারি।

আহমেদাবাদের এক মলে প্রচারের জন্য লাগানো হয়েছিল শাহরুখ-দীপিকার পোস্টার, কাটআউট। সেখানে গিয়েই তাণ্ডব চালালো একদল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কাটআউট, ছিঁড়ে ফেলা হল পোস্টার। পাঠানের পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি তারা প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ারও হুঁশিয়ারি দেন। 

এর আগে বহু জায়গায় এই গানের প্রতিবাদে সভা আয়োজিত হয়েছে। এমনকি ছবির নায়ক শাহরুখের কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। 

বজরং দলের কর্মীদের একটা ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ঢুকে পড়ে আহমেদাবাদের একটি মলে। সেখানে থাকা মাল্টিপ্লেক্সে পাঠান-এর পোস্টার ও হোর্ডিং উপড়ে ফেলে। বিক্ষোভকারীরা ক্রমাগত জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিল। পা দিয়ে পিষে দিতে থাকে শাহরুখ-দীপিকার কাটআউট।

প্রসঙ্গত, এই বছরটা শাহরুখের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বছর। দীর্ঘ ৪ বছর বড়পর্দায় আসতে চলেছে তার ছবি। ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। আপাতত তার ফ্যানেরা রয়েছে ‘পাঠান’ এর অপেক্ষায়। আগামী ১২ জানুয়ারি আসছে পাঠানের ট্রেলার। সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি