দেশের গণ্ডি পেরিয়ে তাহসিন মাহিনের ‘ইন ব্লিসফুল হেল’ এখন বুলগেরিয়ায়
প্রকাশিত : ১৪:২৩, ২৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ১৪:২৪, ২৮ এপ্রিল ২০২৫

তাহসিন মাহিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রামাণ্যচিত্রটি এবার অফিসিয়াল সিলেকশন পেয়েছে বুলগেরিয়ার স্বনামধন্য Golden Femi Film Festival 2025-এ।
চলচ্চিত্রটি আগামী ৭ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত Sofia Balkan Palace-এর “Royal” হলে প্রদর্শিত হবে।
এছাড়াও উক্ত প্রদর্শনী Golden Femi Film Festival-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে ‘ইন ব্লিসফুল হেল’ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ প্রদর্শিত হয়েছে এবং প্রামাণ্যচিত্র পরিষদের আনুষ্ঠানিক নির্বাচনেও জায়গা করে নিয়েছে।
একটি অসামান্য মানবিক গল্প, যেখানে দারিদ্র্য, সংগ্রাম ও বিশ্বাসের মাঝে জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়ার কথা উঠে এসেছে, সেই গল্পই এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
এএইচ