ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অষ্টমীর সাঁজে কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুম্বাইবাসী মেতেছেন দুর্গা আরাধনায়। পিছিয়ে নেই বলিউড তারকারাও। অষ্টমীর সকালে বলিউড অভিনেত্রি কাজল সোশ্যাল মিডিয়ায় বেশকিছু পুজার ছবি শেয়ার করেছেন। এসব ছবিতে দেখো যায়, দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, অবশেষে স্বমহিমায় দেখা মিলল মা দুর্গার। আকাশী নীল ও লালের কম্বিনেশনের শাড়িতে বেশ মানিয়েছে কাজলকে।

কিছুদিন আগেই প্রতিমাশিল্পীদের সঙ্গে দেখা করতে উত্তর  বোম্বের এক পুজোর প্যান্ডেলে গিয়েছিলেন কাজল, সঙ্গে ছিলেন মা তনুজা ও বোন তানিশা। তবে এবার মহাসপ্তমীতে তিনি একাই যান প্রতিমা দর্শনে।

মুখোপাধ্যায় বাড়ির পুজা মুম্বইয়ে বিখ্যাত। বাড়ির মেয়ে অর্থাৎ বলিউড নায়িকা কাজল, রানি, তানিশারা এই চারদিন পুজায় মেতে থাকেন। অঞ্জলি থেকে বিসর্জন সবকিছুইতে অংশ নেন তাঁরা। ভোগ বিতরণ করেন নিজের হাতে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

জানা গেছে, ঠাকুর আনার সময়ও মা তনুজা ও বোন তানিশাকে নিয়ে উপস্থিত ছিলেন কাজল। এবার যেন কিছুটা আগে থেকেই পুজা শুরু হয়েছে তাঁর। সময়মতো আপডেটও করছেন ওয়েব দুনিয়ায়।

সূত্র : আনন্দবাজার

//এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি