ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের সঙ্গে রাজকুমার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে সুপারহিট  ছবির অন্যতম রূপকার পরিচালক রাজকুমার হিরানি। এবার নাকি শাহরুখের সঙ্গে কাজ করতে চান তিনি।

ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা, শাহরুখের সঙ্গে কাজ নিয়ে ইতিমধ্যেই নাকি কথাবার্তাও শুরু করতে চলেছেন মুন্নাভাই-এর পরিচালক।

জানা গেছে, ‘শালা খরুস’ সিনেমার প্রচারের সময় নাকি পরিচালক বলিউড বাদশার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও সে ভাবে কোনও মন্তব্য করতে চাননি রাজকুমার।

রাজকুমারের হাতে তৈরি হয়েছে ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লগে রাহো মুন্নাভাই’-এর মতো সিনেমা।

রাজকুমার অবশ্য এই মুহূর্তে সঞ্জয় দত্তের বায়োপিক তৈরিতে ব্যস্ত। ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। এই বায়োপিক শেষ হওয়ার পরই নাকি শাহরুখের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন তিনি।

এর আগে অবশ্য দু’বার শাহরুখের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন রাজকুমার। ‘থ্রি ইডিয়টস’ এবং ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে কাজ করার কথা ছিল কিং খানের। যদিও সে স্বপ্ন সত্যি হয়নি শাহরুখের ফ্যানেদের।

শাহরুখও ইদানীং পরিচালক আনন্দ এল রাই-এর আসন্ন ছবির শুটিং নিয়ে ব্যস্ত। তবে এই ছবির পরই নাকি রাজকুমারের সঙ্গে কাজ করবেন শাহরুখ।

যদিও পরিচালক ও নায়ক কেউই সরাসরি এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি