ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যামেরার সামনে সোহা আলীর মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মেয়েকে নিয়ে প্রথমবারের মত ক্যামেরার সামনে এলেন সোহা আলী খান। মেয়ে ইনায়ার জন্মের পর সোমবার হাসপাতাল ছেড়ে বাড়িতে গেলেন এই বলিউড তারকা।

ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে সদ্যোজাত কন্যার ছবি ক্যামেরায় বন্দি করতে ধাওয়া করে পাপারাজ্জি। অবশ্য সদ্যোজাতকে নিয়ে পোজ দিতে কার্পণ্য করেননি নতুন বাবা-মা।

ইতিমধ্যে সেই ছবি প্রকাশ পেয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়ে গেছে।

ছবিতে প্রসবের ক্লান্তি সোহার চোখেমুখে স্পষ্ট ছিল। তবুও হাসিমুখেই নতুন অতিথিকে নিয়ে শাটারবাগদের চাহিদা মেটান তিনি।

ছবিতে দেখা যায়, মেয়ে ইনায়াকে কোলে নিয়ে উচ্ছ্বসিত সোহার স্বামী কুনাল খেমু। তার পাশেই দাঁড়িয়ে আছেন সোহা। মেয়েকে কোলে নিয়ে থাকলেও, ছবিতে তার মুখখানি দেখার সুযোগ মেলেনি ভক্তদের। তোয়ালে আর পোশাকের আড়ালে ঢেকে রাখা হয়েছে তার মুখ। তাই ইনায়ার মুখটি দেখতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সোহা ভক্তদের।

উল্লেখ্য, গত ২৯ শে সেপ্টেম্বর মুম্বাইয়ের বীচ ক্যান্ডি হাসপাতালে সোহা আলী খান জন্ম দেন কন্যা ইনায়াকে।

২০১৪ সালে প্যারিসে নিজের মনের ভালোবাসার কথা সোহাকে জানান কুনাল। অবশেষে ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কুনাল-সোহা।

 

সূত্র : এবেলা

 

এস/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি