‘টিপসই’ এ দিলারা জামানের নাতনি ইশানা
প্রকাশিত : ১৩:৩০, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৩:৩০, ৩ অক্টোবর ২০১৭
বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের পালিত নাতনির চরিত্রে অভিনয় করেছেন ইশানা। বাস্তবধর্মী গল্পের এ নাটকটির নাম ‘টিপসই’।
নাটকটির নাট্যরূপ দিয়েছেন অসীম মণ্ডল এবং নির্মাণ করেছেন এসকে শুভ। নাটকে দিলারা জামান অভিনয় করেছেন নূরী চরিত্রে। নূরীর দুই সন্তান নানানভাবে মাকে পটিয়ে তার সম্পত্তি নিয়ে যেতে চায় কাগজে টিপসই দেয়ার মধ্যদিয়ে। এই নিয়েই নাটকের মূল গল্প।
এতে নূরীর পালিত নাতনি চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ইশানা।
আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এবারই প্রথম দিলারা জামান, শ্যামল মাওলা ও ইশানা কোন খণ্ডনাটকে একসঙ্গে প্রথম অভিনয় করেছেন।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা এসকে শুভ বলেন, ‘নাটকে দিলারা ম্যাডাম নূরী চরিত্রে, শ্যামল মন্টু চরিত্রে এবং ইশানা জবা চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। জীবনধর্মী এই গল্পের নাটকটি নির্মাণ করে ভীষণ তৃপ্ত আমি। সমাজের মানুষকে সচেতন করার জন্য এই ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ খুব জরুরি।’
নাটকটি সম্পর্কে দিলারা জামান বলেন, ‘টিপসই নাটকের বিষয়বস্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ নির্মাতাকে এমন একটি জীবন ঘনিষ্ঠ গল্পে আমাকে অভিনয় করার সুযোগ দেয়ার জন্য।’
শ্যামল মাওলা বলেন, ‘গল্পটাই আমাকে উৎসাহ দিয়েছে কাজটি করার।’
ইশানা বলেন, ‘আমার ভালোলাগা হচ্ছে এই যে আমি দিলারা ম্যাডামের সঙ্গে কাজ করতে পেরেছি। এর আগেও তার সঙ্গে কাজ করেছি। তার সঙ্গে যতবারই কাজ করি ততই ভালো লাগে আমার।’
নির্মাতা এসকে শুভ জানান, শিগগিরই ‘টিপসই’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
এসএ/এআর










