ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হৃত্বিককে ‘টিজ’ করছেন কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আবারও উস্কে উঠল কঙ্গনা–হৃত্বিক প্রসঙ্গ। এবার কঙ্গনা নয়। উস্কানি দিলেন স্বয়ং হৃত্বিক। কঙ্গনার বিরুদ্ধে ২৯ পাতার একটি অভিযোগপত্র পুলিশের কাছে দাখিল করেছেন হৃত্বিকের আইনজীবী রাম জেঠমালানি। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনারের কাছে সেই অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। তাতে লেখা রয়েছে, কঙ্গনা তাঁকে একাধিক যৌন উস্কানিমূলক ই-মেইল পাঠিয়েছেন এবং বারবার মেসেজ পাঠিয়ে বিরক্ত করেছেন।

অথচ কয়েকদিন আগেই টেলিভিশন চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছিলেন, হৃত্বিকের বিরুদ্ধে করা যাবতীয় মামলা এবং অভিযোগ তুলে নেওয়া হয়েছে। পুরো মামলাটিই বাতিল হয়ে গিয়েছে। যদিও মুম্বই পুলিশের দাবি মামলা বন্ধ করা হয়নি। এদিন হৃত্বিকের করা নতুন অভিযোগে বলা হয়েছে, কয়েকদিন আগে কুইন ছবির সাফল্যের জন্য কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন হৃত্বিক। ইমেল মারফৎ শুভেচ্ছা জানানো হয়েছিল। তার জবাবে পাল্টা ইমেল করে কঙ্গনা হৃত্বিককে বেশ কিছু যৌন উস্কানিমূলক ছবি ও ভিডিও পাঠান। এবং রাত ২ টা থেকে ভোর ৪টা পর্যন্ত একাধিকবার মোবাইলে মেসেজ করেন।

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি