ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবার সঙ্গে এশা দেওলের প্রথম ছবি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৬:৫৩, ৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মায়ের সঙ্গে বহু ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বাবার সঙ্গে ছবি এই প্রথম। তিনি এশা দেওল। প্রথমবার ধর্মেন্দ্রর সঙ্গে তোলা একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী।

হেমা মালিনীর সঙ্গে এশার বহু ছবি দেখেছেন অনুরাগীরা। কিন্তু ধর্মেন্দ্রর সঙ্গে খুব একটা বেশি ছবি প্রকাশ্যে আসেনি। অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার সঙ্গে ছবি শেয়ার করে এশা দেওল লিখেছেন, ‘একই ভালবাসা, একই হৃদয়।’

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এশা। সাংবাদিকদের এশা দেওল বলেন, ‘প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার খুব মুড সু্ইং করে। ভরত খুব যত্ন নিয়ে আমাকে সামলাচ্ছে। ও খুবই প্রোটেকটিভ। ভরত আমার সবচেয়ে বড় সমালোচকও বটে। সব কিছুতেই ও আমাকে খুব উৎসাহ দেয়। সত্যিই জীবন খুব সুন্দর।’

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি