ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আনুষ্কার যা অপছন্দ বিরাটের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:১০, ৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি একটি টেলিভিশন শো-তে একসঙ্গে শুটিং করলেন আমির খান ও বিরাট কোহলি। দীপাবলি স্পেশ্যাল এই এপিসোডের শুটিংয়ে গিয়ে আমিরের ছোড়া বলে কার্যত ক্লিন বোল্ড ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট।

কেন জানেন? কারণ আমির বিরাটকে প্রশ্ন করেছিলেন তাঁর ‘পিকে’র নায়িকা আনুষ্কা শর্মাকে নিয়ে। জানতে চেয়েছিলেন আনুষ্কার কোন জিনিসটা পছন্দ নয় বিরাটের?

আনুষ্কা বিরাটের লাভ-লাইফ। একথা সরাসরি স্বীকার করেছেন বিরাটই। তাঁদের প্রেমকাহিনি এখন কারও কাছেই অজানা নয়। কখনও নিউইয়র্কের রাস্তায় হাত ধরে শপিং, তো কখনও শ্রীলঙ্কায় গিয়ে গাছ লাগানো, একসঙ্গে বিজ্ঞাপনের শুটিং, বন্ধুর বিয়েতে নাচ— সবমিলে ভারতীর ক্রিকেটের হবু ‘ফার্স্ট লেডি’হওয়ার ইঙ্গিত দিয়ে চলেছেন ‘বিরুষ্কা’।

এরই মধ্যে আমিরের সঙ্গে শুটিংপর্বে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন বিরাট। প্রেমিকার প্রশংসা যেমন করেছেন, তেমনই জানিয়েছেন তাঁর অপছন্দের কথাও। বিরাট জানিয়েছেন, আনুষ্কা খুব সৎ এবং যত্নশীল। গত প্রায় চার বছরে দু’জনের কেমিস্ট্রিও জমজমাট হয়েছে। আনুষ্কার জন্যই নাকি বিরাট আরও বড় মাপের মানুষ হয়ে উঠছেন। তবে সব কিছুতেই আনুষ্কার ৫-৭ মিনিট দেরি করা মোটেই পছন্দ নয় বিরাটের।

তবে পছন্দ-অপছন্দের তালিকায় ভালোবাসার পাল্লা কিন্তু অনেকটা ভারী।

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি