ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হলিউডে পা দিচ্ছেন ক্যাটরিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:৫১, ৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পথে হাঁটতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফও! বলিউডের পাশাপাশি হলিউডেও কেরিয়ার শুরু করতে চলেছেন এই ক্যাট সুন্দরী।

বলিউডে নতুন গুঞ্জন, ক্যাটরিনা নাকি সম্প্রতি লস এঞ্জেলেসে গিয়েছিলেন। ছুটি কাটানোই ছিলো এ নায়িকার প্রধান উদ্দেশ্য। কিন্তু ছুটির পাশাপাশি কাজও প্রাধান্য পেয়েছিল এই ট্যুরে।

শোনা যাচ্ছে, ফক্স ডিওর কর্তা ব্যক্তিদের সঙ্গে নাকি এক দফা মিটিংও সেরে ফেলেছেন ক্যাট। তবে এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।

শুধু প্রিয়ঙ্কা বা দীপিকা নন, আলি ফজল, নার্গিস ফকরির মতো বলিউড তারকারা ইতিমধ্যেই মার্কিন ছবিতে কাজ করেছেন। এবার হয়তো সেই তালিকায় যোগ হতে চলেছে ক্যাটরিনার নামও।

 সূত্র : ইন্ডিয়া টাইমস

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি