ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখ পুত্রের সঙ্গে অমিতাভের নাতনির ডেটিং!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ভক্ত ও অনুসারিদের অনেক সময়ই প্রশ্ন থাকে- বলিউড তারকাদের সন্তানদের সঙ্গে কারা বন্ধুত্ব করেন? কাদের সঙ্গে তাঁরা গোপন কথা ভাগাভাগি করে নেন? এ প্রশ্নের জবাব সোসাল মিডিয়ায় প্রকাশ পায় মাঝে মাঝে। দেখা যায়, এক তারকার সন্তানদের সঙ্গে অন্য তারকার সন্তানের বন্ধুত্বই বেশি।

যেমন তুষার কাপুরের ছেলে লক্ষ্যর জন্মদিনে কারিনা যখন তৈমুরকে নিয়ে সেখানে হাজির হন, তুষারের ছেলের সঙ্গে বেশ ভালই বন্ধুত্ব জমে ওঠে পাতৌদির ছোট্ট নবাবের। তৈমুরের সঙ্গে লক্ষ্যর ছবি প্রকাশ্যে এলে বুঝতে আর বাকি থাকেনা যে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠছে।

একই রকম শাহরুখ পুত্র আরিয়ান খানের বেস্ট ফ্রেন্ড কে জানেন?

বলিউড টাউনের গুঞ্জন, আরিয়ান খানের সঙ্গে নাকি বিগ বি-র নাতনি নভ্যা নভেলি নন্দার বেশ ভাল সম্পর্ক গড়ে উঠেছে। লন্ডনের একই স্কুলে দু’জনে পড়াশোনাও করেছেন। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে পার্টি করতেও দেখা যায়। শুধু তাই নয়, আরিয়ানের সঙ্গেই নভ্যা ‘ডেট’ করছেন বলেও গুঞ্জন ছড়ায়। যদিও, বিষয়টি নিয়ে তাঁদের কেউই মুখ খোলেননি।

 

সূত্র : জি নিউজ

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি