ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কঙ্গনার বিরুদ্ধে মামলা করলেন আদিত্য-জারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ১৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এ বার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে আলাদা ভাবে মানহানির মামলা করলেন আদিত্য পাঞ্চোলি এবং তাঁর স্ত্রী জারিনা ওয়াহাব। আদিত্যের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিলেন বলিউডের ‘কুইন’। তার প্রেক্ষিতেই শুক্রবার অন্ধেরির আদালতে মানহানির মামলা দায়ের করেন আদিত্য এবং জারিনা।

কঙ্গনার অভিযোগ ছিল, আদিত্য তাঁকে একটি অ্যাপার্টমেন্ট দিয়েছিলেন। তবে সেখানে তাঁর বন্ধুদের প্রবেশের অনুমতি ছিল না। তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। নির্যাতন চালানো হয়েছিল। সেই ঘটনা জানিয়ে জারিনার সঙ্গেও নাকি দেখা করেছিলেন তিনি। তাঁকে বাঁচানোর অনুরোধ করেন। কঙ্গনার দাবি, জারিনা সেই সময়ে তাঁকে সাহায্য করেননি। এই অভিযোগ সামনে আসতেই কঙ্গনাকে আইনি নোটিস পাঠান আদিত্য।

অভিযোগে আদিত্য জানান, ‘কঙ্গনা শুধু আমাকে নয়, আমার ছেলে-মেয়ে-স্ত্রী সবাইকে নিয়ে কটূক্তি করেছেন। আমাদের সম্মানহানি করেছেন।’

সে জন্য তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব।

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি