ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদ্যা বালান এবার রেডিও জকি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রেডিও জকি (আরজে) হয়ে দর্শকদের সামনে আসছেন বিদ্যা বালান। তবে একেবারে ভিন্ন মেজাজে। ‘তুমহারি সুলু’নিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি।

ছবিতে রেডিও স্টেশনের প্রধানের ভূমিকায় অভিনয় করছেন নেহা ধুপিয়া। বিদ্যা বালানকে নাইট রেডিও জকি হিসেবে নিয়োগ করেন তিনি। বিদ্যার অস্ত্র তাঁর সেক্সি কণ্ঠস্বর। তা দিয়েই শো’তে বাজিমাত করবেন এই নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। ট্রেলার দেখেই দর্শক তা পছন্দ করেছে।

ছবির প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘তুমহারি সুলু’ একটা মজার ছবি। সুলু লেট নাইট আরজে। তার মধ্যে দুষ্টুমি রয়েছে ভরপুর।’

এর আগে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে বিদ্যাকে রেডিও জকির ভূমিকায় দেখেছেন দর্শক। কিন্তু তা থেকে এ ছবি সম্পূর্ণ আলাদা।

 

সূত্র : আনন্দবাজার

 

ট্রেলার দেখুন :

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি