ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দূরত্ব অনেক, তবুও কাছে হৃত্বিক-সুজান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ ১৭ বছরের সংসার। এরপর বিচ্ছেদ। দূরত্ব শুরু। তাই বলে কি সবকিছু হারিয়ে যাবে! যায় না কোনদিন, যদি সত্যিকারের ভালোবাসা থাকে। এমনটাই দেখা গেছে হৃত্বিক রোশন ও সুজান খানের ক্ষেত্রে।

সংসার ভাঙলেও বরাবরই নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। দুই সন্তান রেহান ও হৃদানকে সঙ্গে নিয়ে প্রায়ই হৃত্বিক-সুজানকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। তা কখনও একসঙ্গে সিনেমা দেখতে যাওয়াই হোক, কিংবা ডিনারে যাওয়া। আবার দুই ছেলেকে নিয়ে দুজনে একসঙ্গে ছুটি কাটাতেও গেছেন। এমনকি রোশন পরিবারের প্রত্যেক অনুষ্ঠানে এখনও নিয়ম করে হাজির থাকেন সুজান। শুধু তাই নয়, কঙ্গনা বিতর্কেও হৃত্বিকের পাশেই দাঁড়িয়েছেন সুজান।

এবার দুই ছেলে রেহান ও হৃদানকে নিয়ে মুম্বইয়ে প্রাক্তন স্ত্রী সুজান খানের ডিজাইনার স্টোর চারকোল প্রজেক্টের এক অুনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে হৃত্বিক ও সুজানকে।

তবে হৃত্বিক ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়া মির্জা, সোনালি বেন্দ্রে, কুণাল কাপুর সহ আরও অনেকেই। তবে সবার নজর গেল হৃত্বিক ও সুজানের দিকেই।

 

সূত্র : জি নিউজ

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি