ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পশুপ্রেমী শ্রদ্ধাকে ভণ্ড বলেছে ভক্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২১:৩৬, ১৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সোশ্যাল মিডিয়ায়, কথায় কথায় সেলিব্রেটিদের সমালোচনা করাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। কয়েকদিন আগেই জুহি চাওলাকে এমনই সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কারণ, তিনি দিল্লিতে শব্দবাজির উপর নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছিলেন। ডিজাইনার মাসাবা গুপ্ত, ফাতিমা সানা শেখও সম্প্রতি সমালোচিত হয়েছেন তাদের পোশাকের জন্য। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন শ্রদ্ধা কাপূর।

দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রদ্ধা। আর তাতেই হয়েছে সমস্যা। আসলে, পশুপ্রেমী হিসেবে শ্রদ্ধা তার ইনস্টাগ্রাম পেজের ভিডিওটিতে একটি বিশেষ আবেদন করেছিলেন।

ফ্যানদের কাছে তিনি বলেছেন, এই দিওয়ালিতে শব্দবাজি বা আতসবাজির ব্যবহার না করতে। কারণ তিনি মনে করেন, এতে শুধু পরিবেশ দূষণ নয়, পশুদেরও খুব কষ্ট হয়। বাজির আওয়াজে ভয় পায় পশুপাখিরা।

সোশ্যাল প্ল্যাটফর্মে এই ভিডিও পোস্ট করতেই সমালোচিত হয়েছেন শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়ায় তার এমন পোস্টে নাকি তিনি কতটা ভণ্ড সেটাই বুঝিয়ে দিয়েছেন নায়িকা। কেউ কেউ আবার পাল্টা ছবির প্রচারে গিয়ে শ্রদ্ধার আতসবাজি জ্বালানোর ছবিও পোস্ট করেছেন।

যদিও এ নিয়ে এখনও মন্তব্য করেননি ‘আশিকি গার্ল’।

সূত্র : আনন্দবাজার

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি