ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলে ‌যাচ্ছেন সালমানের ‘বান্ধবী’ লুলিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.


দেশে ফির যাচ্ছেন সালমান খানের বান্ধবী লুলিয়া ভান্তুর। কেন হঠাৎ করেই তাঁর রোমানিয়ায় ফিরেযাওয়া তা নিয়ে বলিউডে জোর জল্পনা তৈরি হয়েছিল। সালমান তাঁকে সময় দিতে পারছেন না বলেই কি কোনও সমস্যা তৈরি হয়েছে দুজনের মধ্যে! এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

বলিউডের জল্পনায় অবশ্য জল ঢেলেছেন লুলিয়া নিজেই। রোমানিয়ার এই মডেল-অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, অন্য কিছু নয়, ভিসা শেষ হয়ে ‌যাওয়াতেই তাঁকে দেশে ফিরতে হচ্ছে। ইনস্টাগ্রামে লুলিয়া লিখেছেন, কখনও কখনও কোনও রাস্তাই থাকে না। আপানাকে নিয়ম মেনে চলতেই হয়। ভিসা শেষ হয়ে গিয়েছে। তাই ফিরতেই হচ্ছে।

গত দুবছর ধরে জোর জল্পনা, লুলিয়ার সঙ্গে ডেট করছেন সালমান। ভাইজানের পারিবারিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে লুলিয়াকে। তবে কয়েক মাস ধরে টাইগার জিন্দা হ্যায় ছবির রিলিজ ও বিগ বস নিয়ে ব্যস্ত থাকায় লুলিয়াকে সময় দিতে পারছিলেন না সালমান। ফলে লুলিয়াকে সালমানের এড়িয়ে চলার জল্পনা আরও তেজি হয়েছিল। এবার তার নিরসন হল। সূত্র : ইন্ডিয়া ডট কম।

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি