ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আসছে ‘হেট স্টোরি ৪’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

খুব শিগগিরই দেখা যাবে বিশাল পাণ্ডিয়া পরিচালিত এবং টি-সিরিজ প্রযোজিত নতুন সিনেমা ‘হেট স্টোরি ৪’। এই সিনেমাতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই সিনেমাতে উর্বশী রাউতেলার ফার্স্ট লুক টুইট করেছেন। সিনেমাতে একেবারে ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাঁকে।

‘হেট স্টোরি ৪’ সিনেমা দিয়ে প্রথমবার হিন্দি সিনেমাতে অভিনয় করতে চলেছেন পাঞ্জাবি অভিনেত্রী ইহানা ঢিলোঁ। পাশাপাশি অভিনেতা করণ ওয়াহির জন্যেও বেশ গুরুত্বপূর্ণ একটি সিনেমা হতে চলেছে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, ২০১৮-এর ২ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

 

সূত্র : এনডিটিভি

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি