ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শাহরুখের ক্যান্সার আক্রান্ত নারী ভক্তের শেষ ইচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২২ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড বাদশা বলে কথা। শাহরুখ খানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন করাটা তাই বোকামি। সারা বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য ভক্ত রয়েছে। সুপারস্টারকে একবার কাছ থেকে দেখার জন্য পাগল হয়ে আছেন অনেক ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেও সুপারস্টারকে শুভেচ্ছা পাঠাতে থাকেন কেউ কেউ। সম্প্রতি একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অরুণা পিকে নামের এক নারী শাহরুখ খানের ভক্ত। বাকিদের মতো তাঁরও ইচ্ছা বলিউড বাদশার সঙ্গে একবার অন্তত দেখা করা। তবে, বলিউড বাদশার অন্যান্য ভক্তদের থেকে এই নারীর গল্পটা একটু আলাদা। মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত তিনি।

আর তাঁর শেষ ইচ্ছা মৃত্যুর আগে প্রিয় অভিনেতার সঙ্গে একটাবার অন্তত দেখা করা। শাহরুখ খানের সঙ্গে ওই নারীর দেখা করার শেষ ইচ্ছার কথা প্রকাশ্যে আসার পরই টুইটার ব্যবহারকারীরা তাঁর এই ইচ্ছাকে বাদশার কাছে পৌঁছে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন।

টুইটারে #SRKMeetsAruna এই নামে টুইট বন্যা বইছে। এখন অপেক্ষা প্রিয় অভিনেতা তাঁর ভক্তের শেষ ইচ্ছাটা পূরণ করেন কিনা!

 

সূত্র : জি নিউজ

 

এসএ / এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি