ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার ভিন্নরূপে সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ছিলেন নীল ছবির তারকা। এখন তিনি বলিউডের সেরাদের সেরা। বলছি সানি লিওনের কথা। এর আগে অভিনেত্রী, লেখক, উপস্থাপিকা হিসেবে তাঁকে দেখা গেলেও এবার আসছেন ফিটনেস গুরুর ভূমিকায়। ভারতীয় একটি টিভি চ্যানেলে ফিটনেস বিষয়ক শো করবেন তিনি।

‘প্রতিদিন সবারই উচিত ব্যায়াম করা। কিন্তু সমস্যা হলো সময়। এ জন্য খুব দ্রুত কিভাবে ব্যায়াম করা যাবে তা দেখানো হবে শোটিতে। সুস্থ থাকতে নানা বিষয়ে দরকারি পরামর্শ দেওয়া হবে ওই শোতে। নভেম্বরে ‘ফিটস্টপ’ নামের এ শোটি প্রচার শুরু হবে ‘এমটিভি বিটস’তে।

এ বিষয়ে সানি জানান, ‘পুরো অনুষ্ঠানেই থাকবে দারুণ কিছু গান। গানের তালে তালে ব্যায়াম দেখতে দর্শকদের খারাপ লাগবে না।’

 সানি আরও বলেন, ‘সকালে অল্প কিছুক্ষণ সময় লাগবে এই ব্যায়ামগুলো করতে, যা শরীর ও মনকে চাঙা করে তুলবে। টিভিতে ফিটনেস গুরু হিসেবে এই শো নিয়ে আমি খুবই উত্তেজিত।’

এর আগে এমটিভিতে সানির স্প্লিটজভিলা জনপ্রিয় হয়েছে। তাই তাঁর বিশ্বাস, এটা দেখতেও আগ্রহী হবে মানুষ।

টিভিতে প্রথমবার হলেও আগে ইউটিউবে ফিটনেস বিষয়ক ৬ পর্বের ‘সুপার হট সানি মর্নিং’ করেছিলেন তিনি।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি