ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারীর কুপ্রস্তাব পেয়েছেন ইরফান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মিডিয়ায় যৌন নিপীড়ন নতুন কিছু নয়। হলিউড, বলিউড, টালিউড, ঢালিউড প্রায় সব জায়গাতেই এ ঘটনা বিদ্যমান। তবে কোনো কোনো সময় ঘটনা ঘটে কিন্তু গোপন থাকে উভয়েরই স্বার্থের কারণে। ক্যারিয়ারের কথা মাথায় রেখে গোপন রাখেন কেউ কেউ। সম্প্রতি হলিউডে যৌন নিপীড়ন নিয়ে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। যার প্রভাব বলিউডেও অব্যাহত। এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন ইরফান খান।

ইন্ডাস্ট্রিতে তাকে নাকি কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। সেই কুপ্রস্তাপ এসেছে নারী ও পুরুষ উভয়ের কাছ থেকে। ভাবা যায় কেমন বক্তব্য পেশ করলেন ইরফান!

এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাকে অনেকবার শয্যাসঙ্গী হওয়ার সরাসরি প্রস্তাব বা ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই প্রস্তাব আমাকে নারীসহ পুরুষরাও দিয়েছিল। বলা হয়েছিল শয্যাসঙ্গী হলেই কাজ দেওয়া হবে। তবে এখন আমার সঙ্গে আর এমনটা হয় না।

ইরফান আরও জানিয়েছেন, ‘ইন্ডাস্ট্রিতে ছেলেদের থেকে যৌন অত্যাচারের মুখে বেশি পড়তে হয় মেয়েদের। নারীদের সঙ্গে এসব বেশি হয়।’

তিনি আরও বলেন, ‘এসব যৌন শোষণের ঘটনা আসলে সমাজের আসল চেহারাকে সামনে আনে। যেখানে যৌনতা নিয়ে আলাপ-আলোচনা হয় না, সেই সমাজেই এই ধরনের ঘটনা বেশি ঘটে।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি