ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বইয়ের উপর পা রেখে বিতর্কে টুইঙ্কেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ২৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

অক্ষয় কুমারের ঘরণী টুইঙ্কেল খান্না। অভিনয় থেকে সরে গেলেও সোশ্যাল সাইটে সব সময়ই সরব। কখনও মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে সানি দেওলের ছবি নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন। আবার কখনও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মুখ খুলেছেন। কিন্তু, এবার যা করলেন টুইঙ্কেল, তাতে করে আবারও জোর বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি ভোগ ম্যাগাজিনের কভার পেজের জন্য ফটোশুট করেছেন টুইঙ্কেল। ওই ম্যাগাজিনের কভার পেজে ফ্লোরাল পায়জামায় তাঁকে মোহময়ী লাগলেও, তাঁর পোজ নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে। ওই ছবিতে বেশ কিছু বইয়ের উপর পা তুলে রাখতে দেখা গেছে তাঁকে। টুইঙ্কেলের ওই ছবি প্রকাশ্যে আসার পর পরই জোর সমালোচনা শুরু হয়েছে।

টুইঙ্কেল কেন বই-এর উপর পা তুলে দিয়েছেন, তা নিয়ে সমালোচনা শুরু হলে তার পাল্টা জবাবও দিয়েছেন অক্ষয় ঘরণী। তিনি দাবি করেছেন, বই নয়, একটি টুলের উপর পা দিয়েছেন তিনি। টুল নোংরা করতে চান না বলে, তার উপর একটি কভার রেখে পা তুলেছেন। যদিও, টুইঙ্কেলের কথায় কোনো লাভ হয়নি। তাঁকে নিয়ে সমালোচনা থামছেই না।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি