ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

গ্রিসে সাবেক প্রেমিকের সঙ্গে ক্যাটরিনার রোমাঞ্চ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ২৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১১:১৮, ২৯ অক্টোবর ২০১৭

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবারও একসঙ্গে পর্দায় অভিনয় করছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। অস্ট্রিয়া ও মরক্কোর পর এবার গ্রিসে চলছে ক্যাটরিনার নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শেষ পর্বের শুটিং। গ্রিসে এ মুহূর্তে চলছে সালমান-ক্যাটরিনাকে নিয়ে শেষ গানের দৃশ্যধারণ। সেই সাবেক এক কাপলকে বেশ রোমাঞ্চে আছে বলেই মনে হয়েছে।

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর।

আগামী ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এ মুহূর্তে এর কাজ নিয়েই ব্যস্ত বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে অভিনেতা সালমান খানের সঙ্গে গ্রিসের এক মনোরম সন্ধ্যার ছবি পোস্ট করেন তিনি। এছাড়া বেশ কিছু সুন্দর লোকেশনে তাকে দেখা যায় পরিচালক কবির খান ও টিমের অন্য সদস্যদের সঙ্গে।

গ্রিসে এ মুহূর্তে যে গানের দৃশ্যধারণ করা হচ্ছে এতে ক্যাটরিনার কোরিওগ্রাফার রয়েছেন বৈভবী মার্চেন্ট। তার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান ক্যাট।

সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি