ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৈমুরের বার্থ ডে প্ল্যান ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৩০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

তৈমুর এখন নতুন তারকা। তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে। কারিনা-সাইফের থেকেও এখন তৈমুরের কথা জানতেই সবার উৎসাহ বেশি। ছোট্ট নবাব যেটাই করুক না কেন ভক্তদের প্রতিক্রিয়া একটাই ওয়াওও ...।

আগামী ২০ ডিসেম্বরে এক বছর পূর্ণ হবে তৈমুর আলী খানের। সবার ধারণা নিশ্চয় বিশেষ ভাবে সেলিব্রেট হবে ছোট্ট নবাবের জন্মদিন। তৈমুরের বার্থডে সেলিব্রেশন নিয়ে সাইফ-কারিনা কিছু না জানালেও, বার্থডে প্ল্যান ফাঁস করলেন খালামনি করিশমা কাপুর।

সম্প্রতি, শিশুদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন  কারিশমা কাপুর। সেখানেই তাঁকে তৈমুরের বার্থডে প্ল্যান নিয়ে জিজ্ঞাসা করা হয়।

কারিশমা বলেন, তৈমুরের জন্মদিন নিয়ে বাড়ির সবাই ভীষণ উৎসাহী। তবে তৈমুরের জন্মদিন যে বিশাল করে সেলিব্রেট হবে তেমনটা নয়, শুধুমাত্র পরিবারের সদস্য আর আত্মীয়-স্বজনদের নিয়েই একটা গেট-টুগেদারের আয়োজন করা হবে।’

এই খবর প্রকাশের পর তৈমুরের ভক্তরা সকলেই তার প্রথম জন্মদিনের ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।

সূত্র : জি টুইন্টিফোর

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি