শাহিদ কাপুরের প্রথম স্ত্রী নিয়ে গুঞ্জন
প্রকাশিত : ১৭:৩৮, ৩১ অক্টোবর ২০১৭
পদ্মাবতী এখনও মুক্তির অপেক্ষায়। কিন্তু, ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সঞ্জয় লীলা বনশালীর ওই সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। রানি পদ্মাবতীর চরিত্রে দীপিকাকে নিয়ে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনি আলাউদ্দিন খিলজিরূপী রণবীর সিং-কে নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক।
অপরদিকে রাজপুত রাজা মহারাওয়াল সিং-এর চরিত্রে শাহিদকে নিয়ে আকাঙ্খা কিন্তু কম নয়। অনস্ক্রিনে দীপিকা-শাহিদের রয়াসন নিয়ে দর্শকরা বেশ উৎসাহিত। কিন্তু, শাহিদ কাপুরের প্রথম স্ত্রী কে?
ভাবছেন, যখন মীরা রাজপুতই শাহিদের স্ত্রী, তখন আরও একজনের কথা কিভাবে আসে? ঠিকই ধরেছেন। এখানে পদ্মাবতীতে শাহিদের প্রথম স্ত্রীর কথা বলা হচ্ছে।
জানা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালীর ওই সিনেমায় শাহিদ কাপুরের প্রথম স্ত্রী হয়েছেন অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। ওই সিনেমায় তাঁর নাম হয়েছে রানি নাগমতি। ট্রেলারে রানি নাগমতিরূপি অনুপ্রিয়া গোয়েঙ্কার ছবিও প্রকাশ্যে এসেছে।
সূত্র : জি নিউজ
এসএ / এআর










