ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হেনস্থার কথা জানালেন আনুষ্কা শঙ্কর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তারকাদের যৌন হেনস্থার খবর এখন নিত্য দিনের শিরোনাম। কেউ গণমাধ্যমে আবার কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনে যৌন হেনস্তার বাজে অভিজ্ঞতা জানান দিচ্ছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে সরব হয়েছেন হলিউড-বলিউড সেলিব্রেটিরা। পিছিয়ে নেই ভারতের প্রখ্যাত সেতার বাদক ও মিউজিক কম্পোজার আনুষ্কা শঙ্কর। ‘মি টু’ হ্যাশট্যাগে এবার মুখ খুলেছেন তিনি।

কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের এই গুণী কন্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ১৪ বছর বয়সে একজন শিক্ষকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন। ওই ঘটনা তিনি কোনোদিন ভুলতে পারবেন না।

আনুষ্কা বলেন, ওই শিক্ষককে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। উনি আমাকে বাড়িতে সংগীত শেখাতে আসতেন। একদিন উনি আমাকে বলেন, আমি যদি তার ঘরে যাই, তাহলে তিনি আমাকে বিশেষ সুযোগ দেবেন। আসলে বিশেষ সুযোগ বলতে তিনি কী বুঝিয়েছিলেন, সেটা তখন বুঝতে আমার বাকি ছিল না। সেদিন কোনো প্রতিবাদ না করলেও চার বছর পরে আমি এ ঘটনার প্রতিবাদ করি।

এর বাইরে এক আত্মীয়ের হাতে এবং নিউ ইয়র্কে যৌন হেনস্থার কথা খোলামেলাভাবে জানিয়েছেন আনুষ্কা।

তিনি বলেন, আমাকে অনেক জায়গায় যেতে হয়। ভিআইপি হিসেবে আমি বিশেষ নিরাপত্তা পাই। কিন্তু যারা ভিআইপি নন, তাদের নিরাপত্তার কী হবে। আসলে সমাজের দৃষ্টি ভঙ্গি বদলানো দরকার।

সূত্র : জিনিউজি

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি