ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের ‘রেস ৩’ আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ড্রাইভিং সিটে সালমান খান। আসছে ‘রেস ৩’। ২০১৮-এর ঈদে বলিউড মাতাবে ভাইজানের এই সিনেমা। তবে এখন থেকেই ব্লকবাস্টার হিটের সম্ভবনা দেখছে বলিউড ইন্ডাস্ট্রি।  

বলিউড সূত্রে খবর, আগামী ৯ নভেম্বর থেকে শুটিং শুরু হবে এই সিনেমার। প্রযোজক সংস্থার পক্ষ থেকে তেমনটাই জানানো হয়েছে। সালমান খানের সঙ্গে এই সিনেমাতে থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ প্রমুখ।

অ্যাকশন-থ্রিলার প্যাকেজের এই সিনেমাতে নাকি নতুন লুকে দেখা যাবে সালমানকে। সিনেমাতে বেশ কিছু ক্রিয়েটিভ ইনপুট দিচ্ছেন সালমান নিজেই।

এই মুহূর্তে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন সালমান। এই সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন সালমান-ক্যাটরিনা। এ মুহুর্তে তাঁদের রসায়ন দেখতে দর্শকদের নজর সেদিকেই। এরপরই ‘রেস ৩’-এর শুটিং শুরু করবেন বলিউড ভাইজান।

সূত্র : আনন্দবাজার

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি