ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৮, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কর্মস্থল থেকে শুরু করে নিজ ঘর পর্যন্ত যৌন হেনস্থার শিকার হচ্ছেন নারীরা। বর্তমান সমাজে যা দেখা যাচ্ছে তাতে যৌন নিপীড়ন একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

এ বিষয়ে বিদ্যার পরামর্শ, ‘কাজের জায়গায় হোক বা বাড়িতে হোক। যেখানেই হেনস্তার মুখে পড়বেন, মুখ খুলবেন। হেনস্তাকারীর নাম প্রকাশ্যে আনবেন। ভয় পাবেন না।’

‘কাস্টিং কাউচ’ বিতর্ক প্রসঙ্গে কথা বলতে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘সময় এসেছে সমাজের ওই দুষ্টু লোকগুলোকে উচিত শিক্ষা দেওয়ার। সুযোগ নিয়ে ওরা মেয়েদের গায়ে হাত দেয়। তাই আর দেরি করবেন না। মুখ খুলুন। বুঝে নিন নিজের অধিকার।‘

তিনি আরও জানান, হার্ভে কাণ্ডের পরে #MeToo-এই হ্যাশট্যাগে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। ফলে মেয়েরা যে কোথাও নিরাপদ নয়, এটি পরিষ্কার হয়ে গেছে।

বিদ্যা আপাতত ব্যস্ত নিজের পরবর্তী সিনেমা ‘তুমহারি সুলু’-র প্রচারে। তার প্রচারেই তিনি ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সিনেমাটিতে বিদ্যার পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়া এবং মুম্বইয়ের বিখ্যাত আরজে মালিস্কাকেও।

সূত্র : এনডিটিভি

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি