ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অন্তরঙ্গ দৃশ্যে সোনাক্ষীর অস্বস্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউড সিনেমা মানেই অন্তরঙ্গ দৃশ্য থাকতেই হবে। আর পর্দায় এই রসায়ন দর্শকও বেশ উপভোগ করেন। তবে সবাই নয়। কেউ কেউ এসব দৃশ্য সিনেমায় না রাখার পক্ষে। বিষয়টি নিয়ে অভিনেত্রী-অভিনেতাদেরও আলাদা আলাদা মত রয়েছে। পর্দায় নিজের শরীরকে তুলে ধরার পক্ষেও রয়েছেন কেউ। আবার কেউ আছেন যাদের এমন দৃশ্যে অনিহা। অনেক সময় পরিচালকের চাহিদার কারণে অভিনেত্রীরা ইচ্ছা না থাকা সত্যেও ক্যামেরার সামনে বাধ্য হন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে। এবার সেই বিষয়ে নিজের মত প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।  

সম্প্রতি ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার অস্বস্তি হয়’ এমন মন্তব্য করেছন বলিউডের এ অভিনেত্রী। করণ জোহরের সঙ্গে একটি চ্যাট শো-তে ‘দাবা’ সিনেমার এই অভিনেত্রী তার অস্বস্তির কথা জানান। সোনাক্ষীর এমন মন্তব্যের কারণ তার নতুন ‘ইত্তেফাক’ সিনেমায় সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। সেখানে না কি অভিনয়ে সেটা ফুটিয়ে তুলতে বেশ অস্বস্তি হয়েছিল অভিনেত্রীর।

‘রাউডি রাঠোর’ খ্যাত সোনাক্ষী বলেছেন, ‘ইত্তেফাক’ সিনেমা দেখলে হয়তো বোঝা যাবে না, তবে ক্যামেরার সামনে ওই দৃশ্য ফুটিয়ে তুলছে মোটেও সাবলীল ছিলাম না।’

তিনি আরও বলেন, ‘সব অভিনয় শিল্পীর একটা জোন থাকে, যেখানে কোনও একটি কাজ করতে তার অস্বস্তি হয়। কারও কমেডি দৃশ্য, কারও কান্নার দৃশ্য, কখনও আবার সহ-অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের অভিনয়। আমার কাছে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় খুব অস্বস্তিকর।’

সূত্র : এনডিটিভি

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি